দাস বাড়ীর মেজোবউ হিসাবে চায়নার দায়িত্ব অনেক বেশী। কারণ, শ্বশুর, ভাসুর, স্বামী, দেওর আর বাচ্চা-কাচ্চা নিয়ে তার ভরা সংসার। শ্বশুর মশাই প্রথম বয়সে মিলিটারীতেচাকরী করতেন। তারপরে ব্যাঙ্ককে চাকরী করে পাঁচ বছর হোলো রিটায়ার করেছেন। শাশুড়ীতিন বছর হল গত হয়েছেন। বাড়ীর বড়ছেলে বিবাহ করেননি। তিনি তান্ত্রিক হিসাবে প্রসিদ্ধিলাভ করেছেন। দারপরিগ্রহ করা নৈতিকভাবে অনুচিত বলে তিনি মনে করেন। তিনিবাক্সিদ্ধ কাপালিক, লোকে অন্ততঃ তাই বলে। সপ্তাহে দুদিন তিনি টিভিতে বসেন। তার মেজভাসুরপো আর তার মেজ জা আজ থেকে পাঁচ বছর আগে এক পথ দুর্ঘটনায় মারা যান। তারছেলে বর্তমান। সে এখন ক্লাস টেনে পড়ে। তার যত আব্দার এখন তার কাকীমার কাছে। তারস্বামী উইপ্রোতে চাকরী করে। নাইট ডিঊটি থাকে। সপ্তাহে ছয় রাত্রি তাকে বাড়ীর বাইরেঅফিসে কাটাতে হয়। তার দেওর বর্তমানে কম্পিউটার নিয়ে মাস্টার ডিগ্রী করছে। চায়নারনিজের দুটি ছেলে আর দুটি মেয়ে আছে, যদিও ছেলে দুটি তার নিজের নয়। j
অবাক লাগছে? অবাক লাগারই কথা, কিন্তু এটা সত্যি। চায়না বাড়ীর লক্ষ্মীমন্ত বউ।সবাই এইকথা বলে। কারণ, এই লক্ষ্মীমন্ত হওয়ার জন্যে তাকে বাড়ীর সবার মন বুঝে চলতেহয়। সবাইকে খুশী রাখতে হয়।
চায়নার বয়স ২৭ বছর। ৫ ফুট ৭ ইঞ্চির মাঝারী মাপের টলটলে ফিগার। এখোনোমেদহীন ছিপছিপে শরীর, বয়স থাবা বসায়নি। যৌবন তার সারা শরীর জুড়ে। তার ভাইটালস্ট্যাটিস্টিক্স ৩৮-২৬-৩৬। তীক্ষ্ণ চিবুক, লম্বা মুখ। বড় দীর্ঘায়িত টানা টানা চোখ।বাঁকানো ভ্রু। হাঁটু পর্যন্ত লম্বা ঢেউ খেলানো চক্চকে কালো চুল। ফর্সা দুধে-আলতা গায়েররঙ। দেখলেই মনে হয়, এ যেন মহাভারতের যুগের কোন নায়িকা। jj
১৮ বছর বয়সে তার বিয়ে হয়। সে যেদিন থেকে এই বাড়ীতে এসেছে, সেদিন থেকে শুরুহয়েছিল অশান্তি। পাড়ার লোক পর্যন্ত আস্থির হয়ে উঠত এক-একসময়। কিন্তু বিয়ের তিনবছর পর থেকে তার ধীরে ধীরে পরিবর্তন হয়। তারপর থেকে সে বাড়ির একমাত্র লক্ষ্মীমন্তবউ। কিভাবে হল, পাড়ার লোক তা জানে না। কিন্তু হয়েছে দেখে তারা বিস্মিত। সে এখনপাড়ার অন্যান্য শাশুড়ীদের রোল মডেল। শাশুড়িরা তার উদাহরণ দিয়ে বাড়ীর বউদেরসঙ্গে ঝগড়া করে। বউগুলোও ঝগড়া করতে করতে থম্কে যায়। ভাবে, সত্যিই তো! এরকমও তাহলে হয়। j
কিন্তু কীভাবে? তার একদিনের কাজ, যা তার সারাদিনের রুটিন, শুনলেই বোঝা যাবে।
সকালবেলা সে ঘুম থেকে ওঠে ৭টায়। এককাপ চা খেয়ে আসন করে আধঘন্টা। সাড়েসাতটা নাগাদ শুরু হয় ব্যায়াম। কিছু ফ্রী-হ্যান্ড এক্সারসাইজ করার পর ৮-টা নাগাদ স্নানকরে। তারপর রান্নাঘরে ঢুকে রাধুনীদের নির্দেশ দেয় সেদিন কী রান্না হবে। শ্বশুরের ঘরেচা-জলখাবার খাওয়ার ব্যাবস্থা করে। ছেলে মেয়েদের স্কুল যাওয়ার ব্যাবস্থা করে। সাড়েআটটা বাজলে একজন বিউটি পার্লার থেকে মেয়ে আসে। তার শরীরচর্চা হয়, গায়ে মাসাজহয়, চুলে ইস্ত্রী হয়।
অবাক লাগছে? অবাক লাগারই কথা, কিন্তু এটা সত্যি। চায়না বাড়ীর লক্ষ্মীমন্ত বউ।সবাই এইকথা বলে। কারণ, এই লক্ষ্মীমন্ত হওয়ার জন্যে তাকে বাড়ীর সবার মন বুঝে চলতেহয়। সবাইকে খুশী রাখতে হয়।
চায়নার বয়স ২৭ বছর। ৫ ফুট ৭ ইঞ্চির মাঝারী মাপের টলটলে ফিগার। এখোনোমেদহীন ছিপছিপে শরীর, বয়স থাবা বসায়নি। যৌবন তার সারা শরীর জুড়ে। তার ভাইটালস্ট্যাটিস্টিক্স ৩৮-২৬-৩৬। তীক্ষ্ণ চিবুক, লম্বা মুখ। বড় দীর্ঘায়িত টানা টানা চোখ।বাঁকানো ভ্রু। হাঁটু পর্যন্ত লম্বা ঢেউ খেলানো চক্চকে কালো চুল। ফর্সা দুধে-আলতা গায়েররঙ। দেখলেই মনে হয়, এ যেন মহাভারতের যুগের কোন নায়িকা। jj
১৮ বছর বয়সে তার বিয়ে হয়। সে যেদিন থেকে এই বাড়ীতে এসেছে, সেদিন থেকে শুরুহয়েছিল অশান্তি। পাড়ার লোক পর্যন্ত আস্থির হয়ে উঠত এক-একসময়। কিন্তু বিয়ের তিনবছর পর থেকে তার ধীরে ধীরে পরিবর্তন হয়। তারপর থেকে সে বাড়ির একমাত্র লক্ষ্মীমন্তবউ। কিভাবে হল, পাড়ার লোক তা জানে না। কিন্তু হয়েছে দেখে তারা বিস্মিত। সে এখনপাড়ার অন্যান্য শাশুড়ীদের রোল মডেল। শাশুড়িরা তার উদাহরণ দিয়ে বাড়ীর বউদেরসঙ্গে ঝগড়া করে। বউগুলোও ঝগড়া করতে করতে থম্কে যায়। ভাবে, সত্যিই তো! এরকমও তাহলে হয়। j
কিন্তু কীভাবে? তার একদিনের কাজ, যা তার সারাদিনের রুটিন, শুনলেই বোঝা যাবে।
সকালবেলা সে ঘুম থেকে ওঠে ৭টায়। এককাপ চা খেয়ে আসন করে আধঘন্টা। সাড়েসাতটা নাগাদ শুরু হয় ব্যায়াম। কিছু ফ্রী-হ্যান্ড এক্সারসাইজ করার পর ৮-টা নাগাদ স্নানকরে। তারপর রান্নাঘরে ঢুকে রাধুনীদের নির্দেশ দেয় সেদিন কী রান্না হবে। শ্বশুরের ঘরেচা-জলখাবার খাওয়ার ব্যাবস্থা করে। ছেলে মেয়েদের স্কুল যাওয়ার ব্যাবস্থা করে। সাড়েআটটা বাজলে একজন বিউটি পার্লার থেকে মেয়ে আসে। তার শরীরচর্চা হয়, গায়ে মাসাজহয়, চুলে ইস্ত্রী হয়।
No comments:
Post a Comment